Sunday, July 8, 2018

বিসমিল্লাহ বলার ফজিলত

বিছমিল্লাহ বলার ফজিলত! বর্ণিত আছে যে, কোন এক মহিলার স্বামী ছিল মুনাফেক। সে মহিলার অভ্যাস ছিল প্রতিটি জিনিসের পূর্বে সে"বিসমিল্লাহ" পড়তো, হউক তা কাজ বা কথা । একদিন তার স্বামী বলল (মনে মনে চিন্তা করল) , আমি এমন একটি কাজ করব যা দ্বারা আমি তাকে"বিসমিল্লাহ" বলার ক্ষেত্রে লজ্জিত করবো । অতএব, তার কাছে একটি থলে দিল এবং তাকে বলল , তুমি এটাকে হেফাজত করে রাখ ।ঐ মহিলাটি থলেটি কে এক জায়গায় লুকিয়ে রাখলো, সুযোগ বুঝে এক সময় তার স্বামী থলেটি নিয়ে নিল এবং থলেটিকে তার বাড়ির কূপে ফেলে দিল । অতঃপর স্ত্রীর নিকট এসে থলেটি ফেরত চাইল । মহিলাটি যথাস্থানে এসে"বিসমিল্লাহ" বলে হাত বাড়িয়ে দিল । আল্লাহ তায়ালা হযরত জিবরাঈল(আঃ) কে তৎক্ষণাৎ অবতরণের আদেশ প্রদান করলেন এবং থলেটিকে তার স্থানে পূর্বের ন্যায় রেখে দিতে বললেন । অবশেষে সে তা যেভাবেরেখেছে সে ভাবেই পেল । তার স্বামী আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ তায়ালার কাছে তওবা করে ক্ষমা চাইল। সুবাহানাল্লাহ।। [কিতাবুল কালয়ুবি ঘটনা নং ১১,পৃষ্ঠা নং ৪৫]

1 comment:

  1. সত্যি ইসলাম অনেক সুন্দর

    Islamic SMS & Status
    https://bit.ly/30j6jFF
    ঘুরে আসতে পারেন অনেক ভালো মেসেজ পাচ্ছি আমি

    all sms list
    https://bit.ly/3cGAadL

    ReplyDelete