Sunday, July 8, 2018

শিক্ষণীয় গল্প(মনের সৌন্দর্য্য)

Volume++১৮০৫ সাল। সে যুগে মানুষ ঘোড়ায় চড়ে চলাচল করতো। তখন আরেরিকার প্রেসিডেন্ট ছিলেন থমাস জেফারসন। তিনি তার কিছু সঙ্গী নিয়ে ঘোড়ায় চড়ে একটি ছোট পাহাড়ী নদী পাড় হচ্ছিলেন। নদী তীরে দাঁড়িয়ে থাকা একজন লোক তাদের দেখে এগিয়ে এলেন এবং প্রেসিডেন্ট জেফারসনকে বললেন,'আপনি কি আমাকে নদীর ওপাড়ে পৌছে দেবেন?' প্রসিডেন্ট কোন আপত্তি ছাড়াই তাকে পাড় করে দিতে চাইলেন এবং লোকটি ঘোড়ায় চড়ে বসলে দুজনই নিরাপদে নদীর ওপারে পৌছালেন। সেখানে দলের একজন লোক তাকে জিজ্ঞেস করলেন,'তুমি সাহায্য চাওয়ার জন্য প্রেসিডেন্টকেই বেছে নিলে কেন?' এ কথা শুনে লোকটি হতবাক হয়ে গেল এবং স্বীকার করলো যে সে জানতো না যে লোকটি তাকে এই মাত্র নদী পাড় করে দিল তিনি ছিলেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট।সে বললো,'আমি শুধু এটুকু জানি যে সাহায্য চাইবার জন্য তোমাদের সবার দিকে তাকালে আমি কারো মুখে 'হা' দেখতে পাচ্ছিলাম এবং কারো মুখে 'না' দেখতে পাচ্ছিলাম। তার মুখে আমি মানুষকে সাহায্য করার জন্য 'হা' দেখতে পেয়েছিলাম।'ভেতরে সৌন্দর্য থাকলে তা প্রকাশ পেতে বাধ্য। অন্তরের সৌন্দর্যের জন্যই জেফারসন পেরেছিলেন এত বড় একটি দেশের প্রসিডেন্ট হতে এবং প্রেসিডেন্ট হবার পরও তার সে সৌন্দর্য এতটুকু কমেনি। আমাদের চিন্তা চেতনা, মনের প্রকৃতি যখন সঠিক হবে তখন সাফল্যের পথে কোন স্বপ্নকেই তেমন কঠিন মনে হবে না, কোন বাধাকেই তেমন উঁচু মনে হবে না।

0 comments:

Post a Comment