Saturday, July 7, 2018

প্রেম হলো বিচ্ছেদের এক সমার্থক শব্দ (বাংলা গল্প)

বাংলাদেশ ডেমোগ্রাফিকালি তরুণ দেশ মানে এখানে অল্প বয়সী মেয়েদের ছড়াছড়ি…আর ছেলেদের বয়স তেমন দেখে না কেউ ই. ছেলের যোগ্যতা নিরুপিত হয় টাকা ,প্রতিষ্ঠা,শিক্ষা, চাকুরী তারপর বয়স… এই সর্বপ্রকার প্রাপ্ত পুরুষশাসিত সমাজে ৪০ বছরের বুড়ো হলেও ১৮ বছরের পরী পাওয়া ব্যাপার নাহ্… আমি জানি আপনাদের আশেপাশেও এমন এমন অনেক কাহিনী আছে মেয়ে উচ্চ শিক্ষীত বয়স বাড়তেছে,প্রেম ও করতেছে একটা বেকার ছেলের সাথে যার শিক্ষাগত যোগ্যতা কোনভাবে এসএসসি ৷ ফ্যামিলির টেনশন… যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে নাহ্.. শিক্ষিত ছেলের অভাব? নাহ্ আসলে সুচিন্তার অভাব মানুষের !! যখন বিয়ের কথা বাসায় উঠতে বসতে শুনতে হয় তখন মেয়েটি বাসায় একটা সময় বলেই দেয় আমি ওনাকে বিয়ে করতে পারবো নাহ্, কারণ আমি একজনকে ভালবাসি!! বাসার সবার মুখ রাগে জ্বলজ্বল হয়ে যায়…রাতে খাবারের পরে বসে গোল টেবিল বৈঠক!! তারপর ছেলের যোগ্যতা জানতে চায়,মেয়েটি ফিসফিস করে বলে…এরপর শুরু হবে ছেলেটার চৌদ্দগুষ্ঠি এক করা…নাকছিটকানো ফ্যামিলির মেম্বারগনের৷ ছি তুই এটা কেমন ছেলেকে পছন্দ করলি?আমাদের সাথে যায় নাহ্,তুই একটা শিক্ষিক মেয়ে হয়ে এ ভুলটা কেন করলি…যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথেই তোর বিয়ে ব্যস… কিন্তু মা বাবা বুঝবে না এটা বোঝার কথাও না যে ছেলেটার সাথে দুই তিনটা বছর কাটিয়েছে সে মানুষটা কেমন হবে তার কাছে কতোটা ভাল থাকবেতা তাদের মেয়ে শিক্ষিত হয়ে সেটুকু বোঝার ক্ষমতা রাখে!! শতকরা নব্বইটা পরিবারই চায় ছেলে হোক সব দিক থেকে হিট শিক্ষিত,উচ্চবংশের,টাকাওয়ালা!কিন্তু কখনোই জানতে চায় না তার মেয়ে নামি দামি গাড়ি আর চার তলার বাড়ির থেকে বড় সুখ খুঁজে পেয়েছে এইঅশিক্ষিত ছেলেটার বুকে.. সেই মেয়ের মা বাবারাই হলো প্রকৃত খুনী,আপনারা প্রতিনিয়ত খুন করেন একটা ছেলের হাজার হাজার স্বপ্নকে!কখনো সেই ছা পোষা বেকার বা অশিক্ষিত ছেলেটার সামনে বিবেকনিয়ে দাঁড়িয়েন… আপনার জন্ম দেওয়া সন্তানকে আপনার চেয়ে ভালবাসে কম ঠিকই কিন্তু তাকে বিক্রি করে দেয় নি কারো কাছে!!বরং নিজে বিক্রি হয়েছে ওই কর্পোরেটদের কাছে যারা মাসে দশ হাজার টাকা দিয়ে গোটা জীবন বন্ধক নেয়..সবই আপনার মেয়ের জন্য!!তাকে পাবার জন্য.. কষ্ট লাগে সেসব মেয়ে ছেলেদের জন্য যারা দু চারদিন কথা বলে প্রেম করে নিজের জীবন সঙ্গি বেছে নিক…এটা তাদের ফ্যামিলি চায় না বরং তারাই বদনাম করে ভাসিয়ে দেয়! অতঃপর শিক্ষিত সেই মেয়েটাকে অশিক্ষিতছেলেটা আর পায় না হারতে হয় হারাতে হয় নিজের কাছে…প্রতিরাতে ছেলেটার চোখের এক এক ফোঁটা জল জমে জমে দাঁড়িয়ে যায় একটা দেয়াল…অশিক্ষিত ছেলেটা তখন হয় নেশারু আর নেশারু সে ছেলেটার রক্তছিটকে পরে গলা দিয়ে…কোন এক মাঝরাতে তাই কেঁদে ওঠে দেয়ালের ইট গুলো আরো নতুন এক কবিতার জন্ম নেয়… সে খবর মেয়েটার মা বাবা কখনোই রাখে না এমনকি মেয়েটাও সংসারের চাপে অশিক্ষিত নেশারু ছেলেটাকে আর মনে রাখে নাহ্ তাকে নিয়ে আর স্বপ্ন বুনে না!পৃথিবী অদ্ভুত… প্রেম হলো বিচ্ছেদের এক সমার্থক শব্দ !!



নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প  পেতে  Banglagolpo.blogspot.com  সাথেই থাকুন।

1 comment:

  1. Sir,
    Join here.
    Love Story , sad story , romantic story etc all here.

    SMsudipBD.Com

    SMsudipBD.Com

    SMsudipBD.Com

    We are Waiting .......

    ReplyDelete