Sunday, July 8, 2018

শিক্ষণীয় গল্প(★বাস্তবতা★)

+এই, আমি না প্রেগন্যান্ট। কথাটি যখন প্রেমিকার মুখ থেকে শুনবেন তখন আপনার খারাপ লাগবে। তা আপনি যতো বড় মনের প্রেমিক ই হোন না কেনো। ঠিক এই কথাটি ই যখন আপনি স্ত্রীর মুখে শুনবেন তখন আপনার খুশির সীমা থাকবে না। তা আপনি যতো খারাপ স্বামী ই হোন না কেনো। সবকথা সবার মুখে ভালো লাগে না। কিন্তু প্রেমিকার গর্ভবতী হওয়ার কারণও আমরা আবার স্ত্রীর গর্ভবতী হওয়ার কারণ ও আমরা। কী অদ্ভুত! আমরা সারাবছর পড়ালেখা না করে ফেসবুকিং করি। তারপর পরিক্ষায় খারাপ রেজাল্ট করে অনুপ্রেরণামূলক লেখা খুঁজি। কেউ কটু কথা বললে ভালো লাগে না। কিন্তু পরিক্ষায় খারাপ রেজাল্ট এর কারণ কিন্তু আমরা ই! আবার পরিক্ষায় ভালো রেজাল্ট করা কিন্তু আমাদের হাতেই ছিলো। মন দিয়ে পড়ালেখা করলেই হতো। দোষটা কিন্তু আমাদের ই। সব কিছু কিন্তু আমরা ই করি। তারপর দোষ হয় মন বা অন্য কারোর। যেমন আমরা ভালো জামাটা বারবার পরে পুরোনো করি। তারপর আর ভালো লাগে না। পছন্দের গান টা বারবার শুনি। তারপর আর ভালো লাগে না। প্রিয় মানুষটার সাথে সারাদিন কথা বলি। তারপর আর কথা থাকে না। আমরা অদ্ভুত রকমের প্রাণী। দুনিয়ার সবচেয়ে অসফল ব্যক্তিকে বলেন আপনাকে জ্ঞান দিতে। সে অনায়াসে দিয়ে যাবে। গড়গড় করে আপনাকে সফল হওয়ার রাস্তা দেখিয়ে দিবে। অথচ সে নিজেই পারে নি। বিশেষ করে আমরা বাঙ্গালী অন্যকে পথ দেখাতে ভালোবাসি কিন্তু নিজের পথটা ই খুঁজে বের করতে পারি না। আলাদা করে মোটিভেট হওয়ার দরকার নেই। না দরকার কোনো গল্পের। নিজের জীবনের গল্পই সবচেয়ে সেরা গল্প। নিজের গল্প নিজেকে খাওয়ান, শিখান তারপর কাজে লেগে যান তাতেই হবে। মোটিভেট হতে চাইলে নিজের মা কে দেখুন। " মা একটা আস্ত মোটিভেশন " এই হলো কথা। আমি আপনাকে বুঝাতেপারি কিন্তু নিজে ই বুঝি না! প্রত্যেক আপনি এর এই একটাই দোষ। এই কথাটা শুনতে ও আমাদের ভালো লাগে নাহ?

2 comments: