Sunday, July 8, 2018

বাংলা গল্প (পাখির ভালবাসা)


তনয় অর মাহা এক দিন তাদের বাগানে বেড়াতে গেল। হটাৎ মাহা দেখতে পেল গাছের ডালে একটা বাসা আর বাসাতে দুইটি ছোট ছানা অর একটা মা পাখিটা তাদের খাওাচ্ছে । মাহা বলে উঠল দেখ দেখ ভাইয়া একটা পাখির বাসা।তনয় বললো কই। মাহা বললো ঐ তো ঐ ডালটাই ভাইয়া । হ্য়া তাইত বেশসুন্দর। মাহা এ তনয় বল আমরা রোজ একবার দেখতে আসব। আর আমরা পাখিগুলুকে এক জন খেলার সাথী ভাববো। তই নারে মাহা । হ্য়া ভাইয়া। আজ আর নয় বাড়ী চল - আম্মু বকবে । বাসায় এসে দুই জনই পড়তে বসে । মাহা তনয় কে প্রশ্ন করে পাখি কি খায় । ওদের কি বৃষ্টর পানিতে ভিজতে কষ্ট হয় না। এই নিয়ে বার বার প্রশ্ন। তনয় বলে যার বাড়ী তারসেখানে থাকতে ভাল লাগে বুজলি । এবার আম্মু শুনলে বকবে । তারা পরা শেষ করে খেতে গেল খাওয়াদাওয়া সেরে ঘুমতে গেল তারা বিছিনায় শুয়ে শয়ে ভাবতে লাগলো তখন হটাৎ দমকা হাওয়া জানালা যেন আছরে পরার উপক্রমশুর হল প্রচন্ড ঝড় । তখনি পাখিটার কথা মনে পরে গেল মাহার । সে তনয় কে বলল এখন পাখিটার কি হবে ? তার ভাইয়া বলল ঠিকতো........... পরবর্তি পর্ব পরে প্রকাশ করা হবে।।

1 comment:

  1. চাইলে আপনি আপনার এই ব্লগের জন্য একটি ফ্রী ডোমেইন পেতে পারেন। আপনার নাম.lekhok.club এই নামটি আপনার ব্লগের জন্য খুব ভালো হবে।

    ReplyDelete