Sunday, July 8, 2018

রুপকথার গল্প(পান্তা বুড়ি)

পান্তা বুড়ির গল্প
অনেক দিন আগের কথা ।এক গ্রামে থাকতো এক পান্তা বুড়ি। বুড়ির খুব দুঃখ ছিল । কারন * প্রতি দিন চোরে এসে বুড়ির পান্তা খেয়ে যেত।এক দিন বুড়ি রাজার কাছে নালিশ করতে বেরলো। যেতে যেতে পথের ধারে একটা পুকুর দেখতে পেল।পুকুর থেকে একটা মাছ বুড়িকে দেখে বলল ঐ বুড়ি কোথায় যাচ্ছো। রাজার কাছে নালিশ করতে যাব।কেনো কি হয়েছে।তখন বুড়ি মনের দুঃখের কথা শুনালো।মাছ বলল আচ্ছা* বাড়ি ফিরার পথে আমাই নিয়েযেও।তোমার ভালো হবে।এর পর বুড়ি হাটতে লাগল । হাটতে হাটতে একটি বেলগাছ দেকতে পেল বুড়ি গাছের নিচে বসল বড়ির সামনে ধপাস করে একটা বেল পরল ।বেলটা বুড়ির দুঃখের কথা শুনে বলল বাড়ি ফিরার পথে আমাই নিয়ে যেও।তারপর বুড়ি রাজদরবারে হাজির হলো। বুড়ি রাজার কাছে নালিশ করতে রাজ হাঁসতে হাঁসতে বলল ফিরে যাও। বুড়ি মনের দুঃখ নিয়ে বাড়িতে এল।পরে দিন রাতে বুড়ি আর পান্তার হড়িতে পান্তা রাখেনি । চোর এসে আর পান্তা খেতে পায় না। তার পর থেকে চোর আর বুড়ি র বাড়িতে পান্তা চুরি করতে আসেনা। বুড়ি তখন মনের আনন্দে পান্তা খেতে পারতো।***"

0 comments:

Post a Comment